![হকার ইস্যুতে সংঘর্ষ: মেয়র আইভীসহ আহত অর্ধশত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/16/ivy-pic_120962.jpg)
ঢাকা, ১৬ জানুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জে ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় মেয়র আইভী, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্ট গানের দুই শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।
অাজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শহরের চাষাঢ়া ও প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নগরীর সৌন্দর্য্য অক্ষুণ্ন রাখতে সড়কের ফুটপাথগুলো হকারমুক্ত করার সিদ্ধান্ত নেন মেয়র আইভী। তার এই সিদ্ধান্তে হকাররা প্রতিবাদ জানালে তাদের সমর্থন করেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। এ নিয়ে তাদের মধ্যে বক্তব্য-পাল্টা বক্তব্য রাখার ঘটনাও ঘটে। সর্বশেষ মেয়র আইভী নগরীর ফুটপাথ থেকে হকারদের উচ্ছেদের ঘোষণা দিলে তাদের আবারও ফুটপাথে বসানোর ঘোষণা দেন শামীম ওসমান। এর প্রতিবাদে নগর ভবন থেকে পায়ে হেঁটে মেয়র আইভী তার নেতাকর্মীদের নিয়ে মিছিলসহ চাষাঢ়া এলাকায় আসেন। তারা মুক্তি জেনারেল হাসপাতালে সামনে এলে শামীম ওসমানের সমর্থক ও হকাররা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।
এসময় শামীম ওসমান সমর্থকরা হকারদের নিয়ে মেয়র আইভী ও তার লোকজনদের ধাওয়া করেন। এক পর্যায়ে উভয় গ্রুপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় মেয়র আইভী ও তার লোকজনদের উপর হামলা করে মারধর করেন।
পরে আইভীর লোকজনও শামীম ওসমানের লোকজনদের উপর হামলা করে মারধর করেন। এ সময় দুই গ্রুপে প্রায় এক ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
পরিস্থিতি শান্ত করতে পুলিশ উভয় দিকে একাধিক ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
তবে ফাঁকা ছুড়ে ছোড়ার ব্যাপারে কোনো মন্তব্য করেন নি তিনি।
এবিএন/জনি/জসিম/জেডি