বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পাইকগাছায় এমপি’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

পাইকগাছায় এমপি’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

পাইকগাছা (খুলনা), ১৬ জানুয়ারি, এবিনিউজ : পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের পক্ষ থেকে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে এমপি’র পৌর সদরস্থ রাজনৈতিক কার্যালয়ে তার পক্ষে পৌরসভা ও ১০ ইউনিয়নের দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও উপজেলা আ’লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আ.লীগ নেতা গাজী মিজান, নির্মল মজুমদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, উপজেলা তাঁতীলীগের সভাপতি দেবব্রত রায়, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, যুব স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ ইকবাল রনি, যুবলীগ নেতা উত্তম ঘোষ, জাহিদুল আলম, ছাত্রলীগ নেতা মাসুদ পারভেজ রাজু ও রায়হান পারভেজ রনি।

অপরদিকে সকাল ১১টায় গদাইপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আরআরএফ সংস্থার সমৃদ্ধি কর্মসূচির আওতায় ২’শ দুঃস্থ ও বয়স্ক ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, প্রকল্পের উপ-পরিচালক শামীম উদ্দীন খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, প্রকল্প সমন্বয়কারী শেখ আশরাফুল ইসলাম, এখলাসুর রহমান, রনি মন্ডল, নাজরীন আক্তার।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত