শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পাইকগাছায় এক সপ্তাহেও নিখোঁজ পরীক্ষার্থীর সন্ধান মেলেনি

পাইকগাছায় এক সপ্তাহেও নিখোঁজ পরীক্ষার্থীর সন্ধান মেলেনি

পাইকগাছায় এক সপ্তাহেও নিখোঁজ পরীক্ষার্থীর সন্ধান মেলেনি

পাইকগাছা (খুলনা), ১৬ জানুয়ারি, এবিনিউজ : পাইকগাছায় নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী বাপ্পীর গত এক সপ্তাহেও সন্ধ্যান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে।

প্রাপ্ত জিডি সূত্রে জানা গেছে, উপজেলার রাড়–লী ইউনিয়নের বাঁকা আরাজী ভবানিপুর গ্রামের বছির উদ্দীন গাজীর ছেলে ও শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মোঃ বাপ্পী গাজী (১৭) গত ১০ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে।

এদিন বিকালে বাড়ী থেকে বেরিয়ে যাওয়ার পর সে আর ফিরে আসেনি। বাড়ী থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে জিন্স প্যান্ট ও সোয়েটার ছিল। তার আনুমানিক উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। গত এক সপ্তাহ যাবৎ পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধ্যান পাননি। এদিকে ছেলেকে ফিরে না পাওয়ায় পিতা বছির ও মা আকলিমা বেগম পাগল প্রায়।

এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে পাইকগাছা থানায় জিডি করা হয়েছে। যার নং- ৬৮৬/১৮, তাং- ১৬/০১/২০১৮ ইং। কোনো স্বহৃদয়বান ব্যক্তি তার সন্ধ্যান পেলে ০১৯৩৩-৮২৫২১৪ ও ০১৭২৫-৯৯৩৩৪২নং মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন বাপ্পীর পরিবার।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত