![পাইকগাছা পৌর কর্মকর্তা-কর্মচারীদের দুই দিনের কর্মবিরতি সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/16/strike_abnews_120967.jpg)
পাইকগাছা (খুলনা), ১৬ জানুয়ারি, এবিনিউজ : পাইকগাছা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের পক্ষ থেকে দুই দিন ব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি সম্পন্ন করা হয়েছে।
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পিএফ পেনশন/গ্রাচুইটি এর শতভাগ অর্থ বকেয়াসহ সরকারি কোষাগার থেকে প্রদানের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসোসিয়েশনের পক্ষ থেকে গত সোমবার সকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করা হয়। আজ মঙ্গলবার কর্মসূচির দ্বিতীয় দিনেও পূর্ণদিবস কর্মবিরতি পালন করার মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করা হয়।
দ্বিতীয় দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের জেলা সভাপতি ও পৌর সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমান, পৌর এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী নূর আহম্মদ, মোঃ সাইদুর রহমান, উত্তম কুমার ঘোষ প্রমুখ।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি