শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রামপালে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

রামপালে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

রামপালে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

রামপাল (বাগেরহাট), ১৬ জানুয়ারি, এবিনিউজ : রামপালে মোঃ আঃ জলিল হাওলাদার নামে এক জন বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন (ইন্না লিল্লাহি------রাজিউন)। তিনি উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের মৃত জয়েন উদ্দিন হাওলাদারের পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

রামপাল মুক্তিযোদ্ধা অফিস সূত্রে জানা গেছে যে তিনি গত রবিবার দুপুর ২টায় বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড রামপালের শীর্ষ ব্যাক্তিদের উপস্থিতিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাপন সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- রামপাল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজফ্ফর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল, রামপাল থানার ওসি মোঃ লুৎফর রহমান, বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

এবিএন/সাইফুল আলম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত