![বোদায় শীতবন্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/16/maraya-kombol_120992.jpg)
বোদা (পঞ্চগড়), ১৬ জানুয়ারি, এবিনিউজ : পঞ্চগড়ের বোদায় ‘উই আর রিয়েলী গুড ফ্রেন্ডস’ সংগঠন ও মাড়েয়া ইউনিয়ন ‘স্বেচ্ছায় রক্ত দান’ সংগঠনের আয়োজনে শীতবন্ত্র কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামুল্যে ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মাড়েয়া মডেল স্কুল এন্ড কলেজ মাঠে শীতবন্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউ’পি চেয়ারম্যান আবু আনছার রেজাউল করিম শামিম।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফেরদৌস ইসলাম প্রধান, সাাখাওয়াত হোসেন, সফিকুল ইসলাম সাজু, রফিকুজ্জামান প্রধান, সেলিম হোসেন। এ সময় বিশিষ্ট সমাজসেবক নুরুজ্জামান বাবুল, সুশীল চন্দ্র বর্মন, ফজলুল হক মুকুল, মকছেদ আলী উপস্থিত ছিলেন। ইউনিয়নের হতদরিদ্র মানুষদের মাঝে ১২০টি কম্বল বিতরণ করা হয় সেই সাথে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা এবং ও বিনা মুল্যে ব্লাড গ্রুপিং পরীক্ষা করা হয়।
এবিএন/মোঃ লিহাজ উদ্দীন মানিক/জসিম/রাজ্জাক