খোকসা (কু্ষ্টিয়া), ১৬ জানুয়ারি, এবিনিউজ : কু্ষ্টিয়ার খোকসায় ‘আমাদের তাহেরপুর’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামুল্যে ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার খোকসার আমবাড়ীয়া ইউনিয়নের ধোকড়াকোল ডিগ্রি কলেজ মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্টান্ডার্ড ব্যাংক লিঃ এর ডিরেক্টর মোঃ নাজমুস সালেহীন। এ সময় ধোকড়াকোল ডিগ্রি কলেজর অধ্যক্ষ আব্দুল আব্দুল মতিন মনি, ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হোসেন, সংগঠনের সকল স্তরের সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে নাজমুস সালেহীন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- গ্রামের অবহেলিত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ‘আমাদের তাহেরপুর’ স্বেচ্ছাসেবী সংগঠন যে মহৎ কাজ করল তা সত্যিই প্রশংসার দাবী রাখে।তিনি এলাকার যুব সম্প্রদায়কে দেশের সম্পদ উল্লেখ করে তাদেরকে বেশী বেশী সমাজিক কাজে অংশগ্রহন করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
‘আমাদের তাহেরপুর’ স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি মোঃ শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, এ মেডিক্যাল ক্যাম্প এ আগে থেকে রেজিস্ট্রেশন করা প্রায় দুই হাজার রোগী ফ্রি চিকিৎসা সেবা নেন। আমরা ২০ জন ডাক্তার দ্বারা রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করার চেষ্টা করেছি। এতে ঢাকা থেকে কিছু ডাক্তার ও এসবি চক্ষু হাসপাতাল এর একটি টিমও সক্রিয় অংশগ্রহন করেছে। আমি তাদেরকে এবং স্বেচ্ছাসেবকেদের ধন্যবাদ জানাচ্ছি। তাদের অকল্যাণ পরিশ্রমের ফলেই এ ক্যাম্পেইন সফল হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা ভবিষৎতে এমন আরও ভাল কিছু আয়োজন করতে পারি।
উক্ত মেডিকেল ক্যাম্পেইন এ সাড়ে আটশ মানুষের ফ্রি ব্লাড গ্রুপিং করে ডাটা তৈরী করা হয় এবং প্রায় ২০০মানুষের ফ্রি ব্লাড সুগার পরীক্ষা করা হয়। প্রায় ১৫০জন স্কুল ও কলেজের স্বেচ্ছাসেবক এতে অংশগ্রহন করে। পরে সন্ধ্যায় ফানুস উৎসবেরও আয়োজন করা হয়।
উল্লেখ্য, কুষ্টিয়ার খোকসা থানার অন্তর্গত তাহেরপুর গ্রামের কতিপয় স্বপ্নবাজ তরুণদের নিয়ে ২০১১ সালে ‘আমাদের তাহেরপুর’ স্বেচ্ছাসেবী সংগঠন গঠিত হয়।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর