![সিলেটের জাফলংয়ে ট্রাকচাপায় নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/16/accident@abnews_121017.jpg)
সিলেট, ১৬ জানুয়ারি, এবিনিউজ : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ট্রাকচাপায় সাথী রানী দাস (২৮) নামের এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে জাফলংয়ের কান্দুবস্তিতে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই মারা যায় সাথী। সে সুনমাগঞ্জের শাল্লার বড়গ্রামের বাসিন্দা বিজয় দাসের স্ত্রী।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাথর কোয়ারিতে কাজ করছিলেন ওই নারী। পাথর উত্তোলনের সময় হঠাৎ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান সাথী রানী। লাশ উদ্ধারের পর সিলেট এম এম জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর