শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কক্সবাজারে অভিযানে ২লাখ মিটার কারেন্ট জাল জব্দ: আটক ৯ জেলে

কক্সবাজারে অভিযানে ২লাখ মিটার কারেন্ট জাল জব্দ: আটক ৯ জেলে

কক্সবাজারে অভিযানে ২লাখ মিটার কারেন্ট জাল জব্দ: আটক ৯ জেলে

চকরিয়া, ১৭ জানুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের উপকূলীয় বদরখালী, মহেশখালী ও গোরকঘাটা নৌ-চ্যানেলে চার ঘন্টাব্যাপী অভিযান চালিয়েছে নৌ পুলিশ ফাঁড়ির একদল ফোর্স। গত মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযানকালে নৌ-চ্যানেলে মাছ ধরতে বসানো নিষিদ্ধ ২ লাখ মিটার কারেন্ট জাল ও ১টি ফিশিং বোট জব্দ এবং ওই জাল ব্যবহারকারী ৯জন জেলেকে আটক করেছে পুলিশ টিম। আটককৃতদের দুই হাজার টাকা করে জরিমানা ধার্যপূর্বক আদায় করে মুক্তি দেয়া হয়েছে।

বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেন বলেন, জেলে সম্প্রদায়ের বেশকিছু লোক বদরখালী, মহেশখালী ও গোরকঘাটা চ্যানেলে নিষিদ্ধ জাল বসিয়ে মাছ ধরছিল দীর্ঘদিন ধরে। ওই জাল বসানোয় বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি রেনু মাছও ধ্বংস হচ্ছিল। এখবর পেয়ে ফাঁড়ির ফোর্স নিয়ে গতকাল মঙ্গলবার টানা চার ঘন্টা অভিযান চালিয়ে দুই লাখ মিটার কারেন্ট জাল ও ফিশিং বোট জব্দ এবং ৯ জেলেকে আটকপূর্বক জরিমানা আদায় করা হয়।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত