রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

কাউখালীতে স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ঋণ বিতরণ

কাউখালীতে স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ঋণ বিতরণ

কাউখালী, ১৭ জানুয়ারি, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ঋণ বিতরণ ও আদায় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অগ্রণী ব্যাংক কাউখালী উপজেলা শাখার আয়োজনে শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক উপজেলা শাখার ব্যবস্থাপক সিদ্ধার্থ সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বরিশাল অগ্রণী ব্যাংক লিমিটেড মহাব্যবস্থাপক শেখর চন্দ্র বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য দেন, বরিশাল অগ্রণী ব্যাংক লিমিটেড উপ-মহাব্যবস্থাপক মো. আবদুর রহিম, সহকারী ব্যবস্থাপক অঞ্চল প্রধান অগ্রণী ব্যাংক লিমিটেড পিরোজপুর অঞ্চল সময় কুমার রায় প্রমুখ। কৃষকদের মধ্যে বক্তব্য দেন, গিয়াস উদ্দীন তালুকদার, আ. কুদ্দুস সিকদার। পরে কৃষকদের মাঝে স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ঋণ চেক বিতরণ করা হয়।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত