শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
সভাপতি মিম, সম্পাদক শাকিল

ভোলা জেলা এনসিটিএফ নির্বাচন অনুষ্ঠিত

ভোলা জেলা এনসিটিএফ নির্বাচন অনুষ্ঠিত

ভোলা, ১৭ জানুয়ারি, এবিনিউজ : ভোলায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স এনসিটিএফ এর ২০১৮-১৯ সালের ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছে জান্নাতুল ফেরদাউসি মীম ও সম্পাদক মো: শাকিল। গতকাল ১৬ জানুয়ারি সকালে উৎসব মুখর পরিবেশে ভোলা জেলা শিশু একাডেমীর হলরুমে জাতীয় শিশু সংগঠন এনসিটিএফ এর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি মনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক দিঘি, সহ-যুগ্ম সম্পাদক আশিকুর রহমান, সংগঠনিক সম্পাদক সৌরভ সুতার, শিশু সাংবাদিক ছেলে জোবায়েদুর রহমান প্রিন্স, মেয়ে সাদিয়া আলম, শিশু সাংবাদিক অতি: ছেলে জয় চন্দ্র, মেয়ে ফারহীন আক্তার (সিমু), শিশু গবেষক আমজাদ হোসেন, মেয়ে সোনিয়া বেগম, চাইল্ড পার্লামেন্ট সদস্য আকাশ সুতার, মেয়ে ফারজানা আক্তার রিপা।

নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইকবাল হোসেন, রিটানিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন। এসময় আরো দায়িত্ব পালন করেন এনসিটিএফ এর সাবেক জেলা সমন্ময়কারী ও শিশু সংগঠক আদিল হোসেন তপু, শিশু একাডেমীর প্রাক প্রাথমিক ও শিশু বিকাশ শিক্ষক সুফিয়া বেগম ও খাদিজা বেগম, এনসিটিএফ ভোলা জেলার জেলা সমন্ময়কারী আশিকুর রহমান শান্ত, জেলা সমন্বয়কারী (মেয়ে) রিমা আক্তার সুমি, শিশু সাংবাদিক ও শিশু সংগঠক গোপাল চন্দ্র দে, এনসিটিএফ ২০১৬-১৭ কমিটির সভাপতি ইব্রাহিম অপু।

এসময় আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ ১৬-১৭ কমিটির সহ সভাপতি অপসরা হক,সাধারন সম্পাদক শারমিন আক্তার বর্ষা, সাংগঠনিক সম্পাদক এম এ মোতালেব ও চাইল্ড পার্লামেন্ট সদস্য হুমায়ারা হোসেন সারা। নির্বাচনে এনসিটিএফ ভোলার সকল সদস্য বৃন্দ ভোট দিয়ে প্রার্থীদেও জয়যুক্ত করে। নির্বাচন পরবর্তীতে নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান ভোলা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন।

উল্লেখ্য এনসিটিএফ নব নির্বাচিত এ কমিটি ভোলা জেলায় শিশুদের প্রতিনিধিত্ব করবে এবং শিশুদের অধিকার আদায়ে কথা বলবে ও কাজ করবে।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত