সখীপুর (টাঙ্গাইল) , ১৭ জানুয়ারি, এবিনিউজ : টাঙ্গাইলের সখীপুরে নবম শ্রেণিতে পড়–য়া এক মাদরাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী সরকার রাখীর নির্দেশে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়। এ সময় বয়স ১৮ হওয়ার আগে মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মুছলেকা দিয়ে ছাড়া পান ওই ছাত্রীর বাবা সুলতান উদ্দিন খান।
জানা যায়, বুধবার সকাল থেকেই উপজেলার হতেয়া ডিএস দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী নিযুম আক্তারের বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী স্থানীয় ইউপি সদস্য দুলাল আব্বাসীর সহযোগিতায় ওই বাল্যবিয়ে বন্ধ করার নির্দেশ দেন।
এ বিষয়ে ইউএনও মৌসুমী সরকার রাখী বলেন, ‘ছাত্রীর বয়স ১৮ বছর না হওয়ায় বিয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ছাত্রীর বাবার কাছ থেকে মুছলেকা লিখে রাখা হয়েছে।’
এবিএন/জসিম/নির্ঝর