বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
ইবি’তে

এবার আদালতের নির্দেশে ‘এফ’ ইউনিটের তদন্ত কমিটি

এবার আদালতের নির্দেশে ‘এফ’ ইউনিটের তদন্ত কমিটি

ইবি (কুষ্টিয়া), ১৭ জানুয়ারি, এবিনিউজ : আদালতের নির্দেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিট নিয়ে আবারো তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী ৫সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় ২০১৬-২০১৭ শিক্ষবর্ষের ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ। একইসাথে প্রকৃত দোষীদের সনাক্ত করে আদালতে রিপোর্ট পেশ করার জন্যও বলা হয়েছে। আদালতের এই নির্দেশনা অনুযায়ী তদন্তের জন্য ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. কাজী আখতার হোসেনকে আহবায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মমতাজুল ইসলাম, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু, বিশ্ববিদ্যালয় কম্পিউটার সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল। উক্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ভিসি বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লোখ্য, বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করেছিল প্রশাসন। তদন্ত প্রতিবেদনে সত্যতা প্রমানিত হলে ওই বছরের ৬ মার্চ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ১০০ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে। সিন্ডিকেটের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে ৮৮ শিক্ষার্থী। গত বছরের ১৩ মার্চ সিন্ডিকেটের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করে হাইকোর্ট। পরে রুলের শুনানি শেষে গত বছরের ১৭ এপ্রিল হাইকোর্ট ওই রুল যথাযথ ঘোষণা করেন।

এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল আবেদন করেন। আপিল বিভাগ গত বছরের ২২ নভেম্বর ভর্তি পরীক্ষা বাতিলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রাখে এবং ঘটনা তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করার নির্দেশ দেয়।

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত