![ডোমারে বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/17/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_121122.gif)
নীলফামারী, ১৭ জানুয়ারি, এবিনিউজ : নীলফামারীর ডোমারে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ডোমার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে পল্লী শ্রীর আয়োজনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য নুরল ইসলামের সভাপতিত্বে এবং আজিজা সুলতানার সঞ্চালনায় ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহযোগীতায় নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের আওতায় মোঃ সফিকুল ইসলাম.আখতারুজ্জামান,আব্দুল কাদের,ইউপি সদস্য রবিউল ইসলাম,পল্লী শ্রীর প্রোগাম অফিসার সাহানাজ বেগম এ সময় বক্তব্য রাখেন।
এর আগে গত ১০ জানুয়ারী বুধবার দুপুরে নারীর প্রকৃত অংশ গ্রহনেই সমাজ উন্নয়নের পুর্বশর্ত এই বিষয়কে সামনে রেখে ডোমার থানা মিলনায়তনে এসআই আরমানের সভাপতিত্বে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। পল্লী শ্রীর প্রোগাম অফিসার সাহানাজ বেগমের সঞ্চালনায় নারী নেত্রী ডেইজি নাজনীন মাশরাফী,সাংবাদিক রওশন রশীদ ও শিক্ষিকা আজিজা বেগম শিরিন বক্তব্য রাখেন। ঐ দিন বিকালে ডোমার ইউনিয়ন পরিষদ হলরুমে পল্লী শ্রীর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহযোগিতায় নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের দম্পত্তি ওরিয়েন্টেশন অনুষ্ঠান নারী নেত্রী ডেইজি নাজনীন মাশরাফির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পল্লী শ্রীর প্রোগাম অফিসার সাহানাজ বেগম এ সময় উপস্থিত ছিলেন।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা