
জামালপুর, ১৭ জানুয়ারি, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে অটিজম এনড নিউরো-পেভেলপমেন্টাল ডিজএবিলিটিজ শীর্ষক কর্মশালা আজ বুধবার বেলা ১১টায় সরকারি বালিকা বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন করে। মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম এলাহী আখন্দ এতে সভাপতিত্ব করেন।
কর্মশালায় বক্তব্য রাখেন-ময়মনসিংহ টিচার্স কলেজের প্রভাষক একেএম ওয়ালিদ হাসান, জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রফেসর ফজলুল মনি, জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মফিজ উদ্দিন, দুরমুঠ ইউপি চেয়ারম্যান ও কলাবাধা হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ খালেকুজ্জামান জুবেরী প্রমুখ। কর্মশালায় অটিজম শিশুদের করণীয়-মানষিক বিকাশ-অধিকারের উপর গুরুত্বারোপ করা হয়।
এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/রাজ্জাক