শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নড়াইলে পেশাজীবী চালকদের দক্ষতা, সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন উদ্বোধন

নড়াইলে পেশাজীবী চালকদের দক্ষতা, সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন উদ্বোধন

নড়াইলে পেশাজীবী চালকদের দক্ষতা, সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন উদ্বোধন

নড়াইল, ১৭ জানুয়ারি, এবিনিউজ : ‌‌‘চালালে গাড়ি সাবধানে বাচবে সবাই প্রানে’ এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে পেশাজীবী চালকদের দক্ষতা,সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন দেয়া হয়েছে। ১৭ - ১৮ জানুয়ারী বাংলাদেশ রোড় ট্রান্সপোর্ট অথরিটি যশোর সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দুইদিনব্যাপী শতাধিক চালককে এই প্রশিক্ষন দেয়া হয় । প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: এমদাদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে বক্তর‌্য রাখেন যশোর সার্কেলের সহকারী পরিচালক সৈয়দ মেছবাহ উদ্দিন,সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হোসেন,মেডিকেল অফিসার ডাঃ অলোক বাগচি,নিরাপদ সড়কের জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম,প্রেস ক্লাবের সভাপতি এ্যাড,আলমগীর সিদ্দীকি,নড়াইল জেলা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান, বিআরটিএ ইনেসপেক্টর মোঃ নাসিরুল আরিফিন প্রমুখ।নড়াইলে পেশাজীবী চালকদের দক্ষতা, সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন উদ্বোধন

অনুষ্ঠানের সভাপত্বিত করেন জেলা এডিএম মোঃ ইয়ারুল ইসলাম। ক্রমবর্ধমান যানবাহনের বৃদ্ধি ও জনস্ফীতির সাথে সাথে বাংলাদেশের সড়ক দূর্ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে বেপরোয়া সড়ক ব্যবহার,অজ্ঞতা,অসচেতনা ও অপর্যাপ্ত সড়ক ব্যবস্থাপনার মারাত্মক আকার ধারণ করেছে।

এতে বহু মুল্যবান জীবনহানীর সাথে সাথে দেশে প্রচুর আর্থিক ক্ষতির ও সম্মুখীন হচ্ছে এ সকল বিষয়ে চালকদের সচেতনা মূলক বক্তব্য রাখেন ।অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই নিসচার কেন্দ্রিয় সদস্য ও জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম মাল্টিমিডিয়ার মাধ্যমে সড়ক নিরাপত্তা মুলক বিভিন তথ্যচিত্র প্রদর্শন করেন। অনুষ্ঠানে পেশাজিবি গাড়ি চালক,শ্রমিক নেতা সহ ১২০ জন অংশগ্রহন করেন।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত