![জয়পুরহাটের দেওগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/18/panitedube@abnews_121203.jpg)
জয়পুরহাট, ১৮ জানুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের কালাই উপজেলার পুনুট ইউনিয়নের দেওগ্রামে পুকুরের পানিতে ডুবে আলামিন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত আলামিন একই্ গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পুনুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান জানান, বুধবার বিকালে তিন বছরের শিশু আলামিন পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষন পর তার মৃতদেহ ভেসে উঠলে এলকাবাসী তার মৃতদেহটি উদ্ধার করে। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/নির্ঝর