![সাভারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান বাহিনীর পরিত্যাক্ত গোলা উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/18/savar_121214.jpg)
সাভার, ১৮ জানুয়ারি, এবিনিউজ : ঢাকা সাভারের আমিন বাজার এলাকায় মাটির নীচ থেকে বিমান বাহিনীর পরিত্যাক্ত একটি বিশাল অাকৃতির গোলা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে সেনাবাহিনীর তিন সদস্যের গোলা বারুদ বিশেষজ্ঞ দল সেটি পরিক্ষা করেছে।
গতকাল বুধবার বিকেলে সাভারের আমিন বাজারের বসুধা এলাকার একটি ইটভাটায় বেকু দিয়ে মাটি কাটার সময় গোলাটি দেখতে পান বেকু শ্রমিকরা। পরে বিষয়টি আমিনবাজার ফাঁড়িতে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত গুলাটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
এ দিকে পরিত্যাক্ত গুলা উদ্ধারের খবর পেয়ে সাভার সেনানিবাস থেকে লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন কবির (এনডব্লিউসি, পিএসসি, এডিওএস) এর নের্তৃত্বে তিন সদস্যের গোলা বারুদ বিশেষজ্ঞ দল রাতে আমিনবাজার পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়। এ সময় তারা বিমান বাহিনীর পরিত্যাক্ত গুলাটি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন এবং প্রাথমিকভাবে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
গোলা বারুদ বিশেষজ্ঞ দলের সাথে কথা বলে জানা যায়, গুলাটির (জেনারেল পারপাস বোম) ওজন পাঁচশত পাউন্ড (২২৫ কেজি)। এটি বর্তমানে পরিত্যাক্ত হলেও এর ভিতরে বিস্ফোরক রয়েছে। এটি পর্যবেক্ষন করে রিপোর্ট দেয়া হলে তা নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর সেন্ট্রাল এ্যামুনেশন ডিপোতে (সিএডি) পাঠানো হবে।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে আমিনবাজার ইউনিয়নের মানিকনগর এলাকার একটি ইটভাটা থেকে মাটি কাটার সময় বিমান বাহিনীর ব্যবহৃত বিমান বিদ্ধংশী গোলা উদ্ধার করা হয়েছে। বর্তমানে এটি আমিনবাজার ফাঁড়িতে রাখা আছে। সেনাবাহীনির গোলা বারুদ বিশেষজ্ঞ দলের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর