![অভয়নগরে চেতনানাশক ঔষধ খাইয়ে জাহাজের মালামাল চুরি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/18/abnews-24_121228.gif)
অভয়নগর (যশোর), ১৮ জানুয়ারি, এবিনিউজ : অভয়নগরে চেতনানাশক ঔষধ খাইয়ে জাহাজের মালামাল চুরি করেছে মাদকাক্ত কয়েক ব্যক্তি। জানা গেছে, খাবারে চেতনানাশক ঔষধ মিশিয়ে এম ভি চিত্ত মাষ্টার নামের জাহাজের শ্রমিকদের নগদ টাকা ও মোবাইল সহ বিভিন্ন মালামাল লুট করেছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে। জাহাজের শ্রমিকরা রাতের খাবার খাওয়ার পর ৬ জন অচেতন হয়ে পড়ে। এই সময় চোরেরা জাহাজের শ্রমিকদের নগদ ২০ হাজার টাকা সহ ব্যবহার করা দামি ৬টি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়।
জাহাজের ড্রাইভার লিটন হোসেন জানান, অপরিচিত তিন জন লোক নেশা করার জন্য জাহাজে আসে কোন এক সময় তারা আমাদের খাবারে কি মিশিয়ে দিয়ে নেমে যায়। এর পর রাতের খাবার খাওয়ার সময় সবাই অচেতন হয়ে পড়লে আমাদের কাছে থাকা নগদ টাকা ও দামি মোবাইল নিয়ে পালিয়ে যায়। সকালে অন্য জাহাজের লোক এসে আমাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। এম ভি চিত্ত মাষ্টার জাহাজ টি চট্রগ্রাম থেকে মেসার্স নওয়াপাড়া ট্রেডার্স এর গম লোড করে নওয়াপাড়া বেঙ্গল গেট এলাকার কাওছারের ঘাটে মাল খালাস করছিল।
এবিএন/সেলিম হোসেন/জসিম/তোহা