![জয়পুরহাটে ‘নারী নেতৃত্ব বৃদ্ধিতে সুপারিশমালা’ বিষয়ক সংবাদ সম্মেলন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/18/abnews-24.bbbbbbbb_121240.gif)
জয়পুরহাট, ১৮ জানুয়ারি, এবিনিউজ : “নারীর জয়ে সবার জয়” এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারী নেতৃত্ব বৃদ্ধিতে সুপারিশমালা’ বিষয়ক সংবাদ সম্মেলন ।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ফুড-বে চাইনিজ রেস্তোঁরায় ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের সহযোগীতায় এবং নারী নেতৃবৃন্দ ও নারীর জয়ে সবার জয় ক্যাম্পেইনের আয়োজনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগ ও জাতীয়তাবাদী দল- বিএনপি’র জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১৫জন করে উভয় দলের মোট ৩০জন নারী নেত্রী এবং বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার ১০জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আফসানা বেবী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল, পাঁচবিবি উপজেলা ভাইস চেয়ারম্যান দৌলতন নাহার দোলন, পৌর কাউন্সিলর শাম্মীম আরিফ সাজ, সাবেক পৌর কাউন্সিলর লিলিফা জহুর লিলি, বাগজানা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ সভানেত্রী রেনুকা মার্ডি প্রমুখ।
সংবাদ সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারী নেতৃত্ব বৃদ্ধিতে অংশ গ্রহনকারী আওয়ামীলীগ ও বিএনপি দলীয় নারী নেত্রীরা বিভিন্ন ধরনের ইতিবাচক সুপারিশমালা তুলে ধরেন।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/তোহা