শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • জয়পুরহাটের শান্তিনগর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটের শান্তিনগর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটের শান্তিনগর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাট, ১৮ জানুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের কালাই উপজেলার শান্তিনগর এলাকা থেকে আলামিন ইসলাম সানি নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলামিন পাশর্^বর্তী বগুড়ার শিবগঞ্জ উপজেলার চান্দিনা বালু পাড়া গ্রামের মকবুল ইসলামের ছেলে ।

নিহতের পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতীফ খান জানান, দরিদ্র পরিবারের ওই যুবক সংসারের হাল ধরতে ভ্যানগাড়ী চালিয়ে বাবাকে সহযোগীতা করে আসছিল। প্রতি দিনের মত গতকাল বুধবার সকালে ভ্যানগাড়ী নিয়ে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফিরে আসেনি।

বৃহষ্পতিবার সকালে কালাই উপজেলার পুনুট ইউনিয়নের শান্তিনগর এলাকায় আলামিন ইসলাম সানির মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।

ভ্যানগাড়ীটি কেড়ে নিয়ে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারনা করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত