![বোদায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/18/sorisha_abnews_121256.jpg)
বোদা (পঞ্চগড়), ১৮ জানুয়ারি, এবিনিউজ : পঞ্চগড়ের বোদায় চলতি মৌসুমে সরিষা চাষের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলার প্রতিটি মাঠ জুড়ে এখন সরিষার হলুদ ফুলের চাঁদরে ঢেকে গেছে। দিগন্ত জুড়ে কৃষকের মাঠে উঁকি দিচ্ছে শীতের শিশির ভেজা সরিষা ফুলের দোল খাওয়া গাছগুলো।
সরিষার সবুজ গাছের হলুদ ফুল শীতের সোনা ঝার রোদে ঝিকি মিকি করছে। এক অপরুপ সৌন্দর্যে যেন প্রকৃতি কন্যা সেজেছে “গায়ে হলুদ বরণ সাজে”। চারপাশের মাঠ জুড়ে সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠ। উপজেলার প্রতিটি মাঠে এখন শুধু সরিষা ফুলের হলুদ রঙের চোখ ধাঁ-ধাঁলো বণীল সমরাহ।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩শত হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রার অর্জিত হয়েছে ৩১০ হেক্টর।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আল মামুন উর রশিদ জানান, আবহাওয়া পরিবেশ অনুকুলে থাকায় এবার সরিষার চাষের ভাল ফলন আশা করা যায। এ উপজেলার কৃষকরা বেশি লাভের আশায় সরিষা চাষ করছেন। দিন দিন সরিষা চাষের লক্ষ্যমাত্রা বাড়ছে।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/এমসি