শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হঠাৎ অসুস্থ মেয়র আইভী: নেওয়া হচ্ছে ঢাকায়

হঠাৎ অসুস্থ মেয়র আইভী: নেওয়া হচ্ছে ঢাকায়

নারায়ণগঞ্জ, ১৮ জানুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা-২ (পিএ-২) আবুল হোসেন এ তথ্য জানান।

আবুল হোসেন বলেন, ‘মেয়র বিকাল ৪টার দিকে নগর ভবনে কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কথা বলতে পারছিলেন না। পরে বমি করা শুরু করেন।’

তিনি আরও বলেন, ‘নগর ভবনের মেডিকেল অফিসার গোলাম মোস্তফা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে স্যালাইন পুশ করেন। চিকিৎসক বলেছেন মেয়রের রক্তচাপ কমে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়।’

এবিষয়ে জানতে মেয়রের ছোট ভাই আলী রেজা রিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে নাসিক নগর ভবনে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ কারণে তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে হকার উচ্ছেদ নিয়ে মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের সময় আহত হওয়ার কথা বলেছিলেন আইভী।

তবে বুধবারও তিনি নগর ভবনে সংবাদ সম্মেলনে আসেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইভী সেখানে দাবি করেন, তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা হয়েছিল এবং এর পেছনে ছিলেন সাংসদ শামীম ওসমান।

অন্যদিকে চাষাঢ়া রাইফেল ক্লাবে সংবাদ সম্মেলন করে নগর আওয়ামী লীগের নেতা শামীম দাবি করেন, ওই সংঘর্ষ ছিল সিটি করপোরেশনের সঙ্গে হকারদের; তার সঙ্গে আইভীর ব্যক্তিগত কোনো বিরোধ নেই।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত