রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

কাউখালীতে কৃষকের মতবিনিময় সভা

কাউখালীতে কৃষকের মতবিনিময় সভা

কাউখালী, ১৮ জানুয়ারি, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দক্ষিণ পশ্চিম অঞ্চলের ক্ষুদ্র চাষীদের জন্য কৃষি সহায়ক প্রকল্প এর আওতায় স্থানীয় গান্ডতা ফল ফসল কৃষি গ্রুপের সদস্যদের অংশগ্রহণে গতকাল বৃহস্পতিবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, ঢাকা এর প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর পরিচালক মীর নুরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন কৃষি সহায়ক প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ সফিকুল ইসলাম, পিরোজপুর জেলা প্রশিক্ষণ অফিসার অরবিন্দু বিশ্বাস, কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব লাল সরকার, কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আবদুল লতিফ খসরু ও কৃষক মো. সিদ্দিকুর রহমান প্রমূখ।

মতবিনিময় সভায় স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত