![তেঁতুলিয়ায় ইসলামি ব্যাংক ও বাংলা টি’ র শীতবস্ত্র বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/18/ponchogarh-kombol_121287.jpg)
পঞ্চগড়, ১৮ জানুয়ারি, এবিনিউজ : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে ইসলামি ব্যাংক ও বাংলা টি কোম্পানি। বুধবার (১৭ জানুয়ারি) তেঁতুলিয়া উপজেলায় এসব বিতরণ করা হয়।
ইসলামি ব্যাংকের পক্ষে পঞ্চগড় জেলায় ২হাজার কম্বল বরাদ্দ হলে তার মধ্যে ৫’শ কম্বল তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিনের হাতে তুলে দেন ইসলামি ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলী। এর পর তেঁতুলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছ কাজীর মাধ্যমে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু হয় অপরদিকে, বাংলা টির প্রোপাইটর শেখ মোহাম্মদ শাহা আলম ১হাজার শীতবস্ত্র (কম্বল) দুঃস্থদের মাঝে বিতরণ করেছে। বাংলা টি এর পর উপজেলার মাঝিপাড়া প্রতিবন্ধী বিদ্যালয় ও বুড়িমুটকি উল্লামা মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ।
এ সময় উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া আওয়ামীলীগের সভাপতি ইয়াছিন আলী মন্ডল, তেঁতুলিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুর রহমান ডাবলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন প্রমূখ।
এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/নির্ঝর