বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ডিমলায় ইয়াবা ব্যবসায়ী আটক

ডিমলায় ইয়াবা ব্যবসায়ী আটক

ডিমলা (নীলফামারী), ১৮ জানুয়ারি, এবিনিউজ : নীলফামারীর ডিমলা উপজেলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গতকাল বুধবার রাত ১১.৩০ মিনিটে আলম তৈল পাম্প এর সামনে থেকেএক ইয়াবা ব্যবসায়ীকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।

আটককৃত ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী হল ডিমলা ইউনিয়নের দক্ষিন হাই স্কুল পাড়া গ্রামের মৃত ওসমান আলী এর পুত্র মোঃ হামিদুল ইসলাম (৩৮)।

ডিমলা থানার পুলিশের এস.আই ইমাদ উদ্দিন ফারুক ফিরোজ, শাহ সুলতান, সজল কুমার সঙ্গীয় ফোর্স মোঃ একরামুল হকসহ ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট বিক্রি করা অবস্থায় মাদক ব্যবসায়ী মোঃ হামিদুল ইসলামকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসা করলে বলেন আমি দীর্ঘদিন যাবত ডিমলাসহ বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করি।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোঃ মফিজ শেখ নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে মাদক দ্রব্য বিক্রয়ের অপরাধে মামলা দায়ের করা হয়েছে। যাহার নং- ৭, তাং ১৮/০১/২০১৮ইং।

আজ বৃহস্পতিবার দুপুরে আসামীদেরকে জেলা আদালতে পাঠানো হয়েছে এবং অত্র উপজেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এবিএন/বাদশা সেকেন্দার ভুট্ট/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত