রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • লালপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শুক্রবার

লালপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শুক্রবার

লালপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শুক্রবার

লালপুর (নাটোর), ১৮ জানুয়ারি, এবিনিউজ : লালপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশীল মোতাবেক আগামী শুক্রবার (১৯ জানুয়ারি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০ ঘটিকা হতে বেলা সাড়ে ১১ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বেলা ১২ ঘটিকায় নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে।

গণতান্ত্রিক ভোটের মাধ্যমে অর্জিত ফলাফল মেনে নেবেন বলে জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তারপরেও থেমে নেই প্রচার-প্রচারনা। প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ভোটারদের পেছনে। উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানসমূহে প্রচারনার জন্য পোষ্টার লাগিয়েছে প্রার্থীদের সমর্থকরা।

নির্বাচনী তফসিল মোতাবেক মনোনয়ন জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে সভাপতি পদে ৩ জন, সাধারন সম্পাদক পদে ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন ও অর্থ সম্পাদক পদে ২ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন।

কার্যনির্বাহী কমিটির বাকি পদগুলোতে একাধিক প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। উক্ত ভোট গ্রহণ পরিদর্শনের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুধীজনদের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।

এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত