
কুষ্টিয়া, ১৮ জানুয়ারি, এবিনিউজ : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি’র এক নেতার করা রিট আবেদনের কারণে যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচন বন্ধ হয়ে যায়, সেই জন্য বিএনপিকে অভিযুক্ত করা উচিত।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে যে রিট করা হয়েছে, সেই রিট কারীর একজন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এর পরও বিএনপি কিভাবে দাবি করে যে সরকার নির্বাচন বন্ধ করার জন্য রিট করেছে?
আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।