শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শিবপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

শিবপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

শিবপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

শিবপুর (নরসিংদী), ১৮ জানুয়ারি, এবিনিউজ : নরসিংদীর শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৮জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ আজ বৃহস্পতিবার সকাল ১২টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, অভিভাবকদের উদ্দেশ্যে সংসারের কাজকর্মের পাশাপাশি আপনাদের সন্তানদের লেখাপড়ার দিকে বেশী মনোযোগ দিন। এতে করে তারা মানুষের মত মানুষ হয়ে দেশ ও সমাজের মুখ উজ্জল করবে।

প্রধান অতিথি স্কুল মাঠে একটি নিম গাছের চারা রোপন, ডিজিটাল হাজিরা মেশিন,বিদ্যালয়ের কক্ষ পরির্দশন, একটি প্রজেক্টর মেশিন, মিড ডে মিল, ও ডিমসহ ৮১৬টি টিফিন বক্স বিতরণ করেন শিক্ষার্থীদের মাঝে। মিড ডে মিল. টিফিন বক্স পর্যায় ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৩২হাজার ২শত ৯৪জন শিক্ষার্থীকে প্রদান করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের লীগের সাধারন সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল। বিশেষ অতিথি শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান, মাহফুজা খানম ইউসুফজি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম শাহিন, সদস্য ফেরদৌসি পারভিন, আসমা বেগম, অভিভাবক সুরাইয়া জেসমিন, ইফতেখার উদ্দিন নিপুন, মো: জাকির হোসেন।

কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মো: জুবায়ের। শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মাসুদুর রহমান খান। অনুষ্ঠান পরিচালনা করেন শাহিদা আক্তার শেলি।

এসময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক আফছানা বেগম, দোলোয়ার হোসেন, সাদিয়া আফরিন, জাকির হোসেন, পপিসহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত