শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কুষ্টিয়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

কুষ্টিয়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

কুষ্টিয়া, ১৮ জানুয়ারি, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

১৫১/১৪(এস) সীমান্ত পিলার সংলগ্ন বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ১১ সদস্য প্রতিনিধি দলের পক্ষে ৪৩ বিএসএফ কমান্ডেন্ট অধিনায়ক ডিআইজ শ্রী সতিশ কুমার। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ১১ সদস্য প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ খান। প্রায় দুই ঘন্টা ধরে চলা পতাকা বৈঠকে বাংলাদেশ সীমান্ত এলাকায় সড়ক নির্মানসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পতাকা বৈঠক চলাকালে উভয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।

এবিএন/এ.এইচ.এম.আরিফ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত