শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • টাঙ্গাইলে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু

টাঙ্গাইলে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু

টাঙ্গাইলে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু

টাঙ্গাইল, ১৮ জানুয়ারি, এবিনিউজ : ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানায় উৎপাদিত পণ্য নিয়ে টাঙ্গাইলে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে আজ আজ বৃহস্পতিবার শহীদ স্মৃতি পৌর উদ্যোন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের গুরুতপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে অতিথিবৃন্দরা ফিতা এবং বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

এরপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেনÑ টাঙ্গাইলের জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

জেলা প্রশাসক খান মো. নুরুল আমীনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেনÑ টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেসার উদ্দিন জুয়েল, পুলিশ সুপার মাহবুব আলম, এসএমই-এর ব্যবস্থাপক আবু নাসের খান, টাঙ্গাইলের সোনালি ব্যাংকের এজিএম আমিনুর রহমান খান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন। মেলায় ছোট বড় ৫৩টি স্টল অংশগ্রহণ করছে।

এবিএন/তারেক আহমেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত