![বন্দরে ২ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/18/greftar_sm_680960100_89761_121316.jpg)
বন্দর (নারায়নগঞ্জ), ১৮ জানুয়ারি, এবিনিউজ : বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে মমামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৩২(১)১৮।
জানা গেছে, বন্দর থানার এএসআই রাশেদুলসহ সঙ্গীয় র্ফোস বন্দর উপজেলার দাশেরগাও চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ খোছের ছড়া এলাকার মৃত আলকাছ মিয়ার ছেলে মোঃ ফিরোজ (৪২) ও একই উপজেলার মুরাদপুর এলাকার ডাঃ আজিজ মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (২২)কে গ্রেপ্তার করে।
এছাড়াও পুলিশ একই রাতে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে আদমপুর এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে মাসুদ (২২) ও একরামপুর সুইপার কলোনী এলাকার মৃত মদন মহন দাসের ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শ্রী দরপন (৪০)কে গ্রেফতার করে।
ধৃত ৪ জনের মধ্যে ২ জনকে মাদক মামলায় ও অপরধৃত ২ জনকে পৃথক ওয়ারেন্টে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি