![বন্দরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/18/sova_abnews_121318.jpg)
বন্দর (নারায়নগঞ্জ), ১৮ জানুয়ারি, এবিনিউজ : বন্দরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বন্দর উপজেলা পরিষদের বিআরডিপি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, মহিলা ভাইসচেয়ারম্যান এডঃ মাহামুদা আক্তার, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশিদ।
আরও উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির আহবায়ক আবু জাহের, বন্দর থানা তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদ, বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস.এম শাহীন, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ, ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাছুম, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নূরুল আমিন, বন্দর উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা দিল মোহাম্মদ মিঞাসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।
আইন শৃঙ্খলা কমিটির মাসিক বন্দরে বালিগাও এলাকায় ডাকাতি ঘটনায় এলাকাবাসীর গনপিটুনীতে ২ ডাকাত নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। এছাড়াও বন্দরে গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে মহান বিজয় দিবসের বিভিন্ন ইভেন্টের পুরস্কার তুলেদেন বিজয়ীদের হাতে।
এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি