বেনাপোল (যশোর), ১৮ জানুয়ারি, এবিনিউজ : বেনাপোলের কুখ্যাত সন্ত্রাসী আকুল ও তার বাহিনীর হাতে জখম হয়েছে পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। সিরাজকে উদ্ধার করে ছাত্রলীগ নেতৃবৃন্দ বুরুজ বাগান (শার্শা) স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে।
কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফিরোজ আল-আমিন জানান, মাথায় গভির ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখন আশংখা মুক্ত।
পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ জানান, আজ বৃহস্পতিবার বিকেলে একটি প্রত্যায়ন পত্র নেয়ার জন্য পুটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল গফ্ফারের কাছে যোগাযোগ করলে তিনি বেনাপোলে আসতে বলেন। সেখানে গিয়ে প্রত্যায়ন পত্র চাওয়া মাত্রই বেনাপোলের কুখ্যাত সন্ত্রাসী আকুল ও তার বাহিনীর সদস্যরা সিরাজের উপর লাঠি সোটা নিয়ে ঝাপিয়ে পড়ে। এ সময় কুখ্যাত সন্ত্রাসী আকুল তার হাতে থাকা পিস্তলের বাট দিয়ে আঘাত করে। এ সময় সিরাজ জ্ঞান হারালে তাকে মৃত ভেবে সন্ত্রাসীরা ফেলে রেখে চলে যায়।
সিরাজের উপরে হামলার খবরে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সেখানে ছুটে গিতে তাকে উদ্ধার করে নিয়ে এনে বুরুজ বাগান (শার্শা) স্বাস্থ্য কেন্দ্রে ভর্তী করে।
আহত সিরাজকে দেখতে হাসপাতালে তাৎক্ষনিকভাবে ছুটে যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, চেয়ারম্যান সোহারাব হোসেন সহ আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।
এ ব্যাপারে পুলিশ কোন ব্যবস্থা নিয়েছে কি না জানার জন্য বেনাপোল বন্দর থানা পুলিশের ইনচার্য অপুর্ব হাসানের কাছে বার বার ফোন করলেও তিনি বরাবরের মত রিসিভ করেননি।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ রুরুজ্জামান জানান, এ ঘৃণ্য হামলা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সন্ত্রাসী আকুলকে আটক করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/এমসি