
তারাগঞ্জ (রংপুর), ১৮ জানুয়ারি, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ ক্রপ প্রটেকশন এসোসিয়েশন(বিসিপিএ) রংপুর বিভাগীয় শাখার উদ্যোগে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, রংপুর জেলা শাখার সহযোগিতায় আজ বৃহস্পতিবার সয়ার ইউনিয়ন পরিষদের মাঠে ৫০০জন দুস্থ শীর্তাত মানুষকে ওই কম্বল দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিপিএম, পিপিএম জিআইজি রংপুর রেঞ্জ কৃষিবিদ খন্দকার গোলাম ফারুক,উপপরিচালক ডিএই ড.সারোয়ারুল হক, উপপরিচালক ডিএই দিনাজপুর তৌহিদুল ইকবাল, রংপুর সাবেক উপপরিচালক ডিএই কৃষিবিদ আলী আজম, রংপুর আঞ্চলিক পরিচালক কৃষি তথ্য সার্ভিস আবু সায়েম, ডিএই বাংলাদেশ ক্রপ প্রটেকশন এসোসিয়েশন (বিসিপিএ) রংপুর বিভাগীয় শাখার আহ্বায়ক হাজ্জাদ আহমেদ, সাধারণ সম্পাদক মাহামুদল হক, তারাগঞ্জ উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার ঊর্মী তাবাসসুম, সয়ার ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আজম কিরন ও ইউপি সদস্য সহ অন্যান্যরা।
কম্বল হাতে পেয়ে ডাঙ্গাপাড়া গ্রামের মকবুল হোসেন (৬৫) বলেন, ‘যায় হামাক এমতোন নিদানের দিনোত কম্বল দেইল আল্লাহ তামার ভালো করুক। ঠান্ডাত খালি গায়ে জীবন বাইর হয়া যায়, কম্বল কোনা পেয়া ভালোই হইল গায়োত দিয়ে বাচির পাইম।’
এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/রাজ্জাক