![সুদের টাকা পরিশোধ করতে না পারায় লালপুরে কৃষককে পিটিয়ে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/19/pitia_hotta@abnews_121365.jpg)
লালপুর (নাটোর) , ১৯ জানুয়ারি, এবিনিউজ : নাটোরের লালপুর উপজেলার কদিমচিলানে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোলাম মোস্তফা (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মৃত গোলাম মোস্তফা কদিমচিলান ডাঙ্গাপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ মাস পূর্বে বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামের গৌড়ের ছেলে গৌতম ও কয়েন বাজার এলাকার মৃত সোবহান আলীর ছেলে সবুজ আহমেদের কাছ থেকে মোট ১২ হাজার টাকা সুদের ওপর ধার নেয়। টাকা নেওয়ার পর গত ৫ মাস সেই টাকার সুদ পরিশোধ করে আসছিল গোলাম মোস্তফা।
বৃহস্পতিবার আসল টাকা সুদসহ পরিশোধের দিন ধার্য ছিল। কিন্তু সেই টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে তার সাথে কথা কাটাকাটি শুরু হয় গৌতম ও সবুজের। এরই এক পর্যায়ে গোলাম মোস্তফার ওপর হামলা করে পিটিয়ে জখম করে তারা। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় গোলাম মোস্তফাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, এ ঘটনায় থানায় এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/নির্ঝর