
পিরোজপুর, ১৯ জানুয়ারি, এবিনিউজ : পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মনকাঠীতে বিয়ের বাস খাদে পড়ে ৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় নাজিরপুর থেকে একটি বিয়ের বাস বাগেরহাটে যাওয়ার পথে পিরোজুপরের ব্রাহ্মণকাঠীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
জানা যায়, নাজিরপুর থেকে বিয়ের বাসটি বাগেরহাটে যাওয়ার পথে ব্রাহ্মণকাঠীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে থাকা খাদে পড়ে যায়। এ সময় বাসটিতে কমপক্ষে ৩৫ জন যাত্রী ছিলো। যার মধ্যে অন্তত ৫ জন আহত হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাগেরহাটে চলে যায়।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি