![দাউদকান্দিতে শ্যামল দত্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/19/human_cain_abnews_121386.jpg)
দাউদকান্দি (কুমিল্লা), ১৯ জানুয়ারি, এবিনিউজ : দেশ বরেণ্য সাংবাদিক দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব শ্যামল দত্তকে হুমকি প্রদান এবং তাঁর বিরুদ্ধে মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় দাউদকান্দিতে কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে এবং দাউদকান্দি নাগরিক ফোরামের সার্বিক সহযোগিতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে দাউদকান্দি প্রেসক্লাব সংলগ্ন মহাসড়কে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
দাউদকান্দির সিনিয়র সাংবাদিক ইত্তেফাক সংবাদদাতা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং ভোরের কাগজ দাউদকান্দি প্রতিনিধি জাকির হোসেন হাজারীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- দাউদকান্দি নাগরিক ফোরামের সভাপতি কৃষকবন্ধু মতিন সৈকত, নয়াদিগন্ত প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হানিফ খান, দাউদকান্দি সাংবাদিক ইউনিয়নের সভাপতি যুগান্তর প্রতিনিধি আলী হোসেন বাবুল, সমকাল প্রতিনিধি রাশেদুল ইসলাম লিপু, কবি কলামিষ্ট আলী আশরাফ খান, দাউদকান্দি অনলাইন প্রেসক্লাবের সভাপতি শরীফ প্রধান।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন- দাউদকান্দির প্রথম আলো প্রতিনিধি আব্দুর রহমান ঢালী, জনকন্ঠ প্রতিনিধি শামীম রায়হান, আমাদের সময় প্রতিনিধি মোহাম্মদ আলী শাহীন, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এম করিম সরকার, মানবকন্ঠ প্রতিনিধি শহিদুল্লা সাদা, ভোরের ডাক প্রতিনিধি মামুনুর রশিদ রুবেল, বর্তমান প্রতিনিধি আনিস খান।
আরও উপস্থিত ছিলেন- সংবাদ প্রতিদিন প্রতিনিধি আব্দুস সালাম, মাই টিভি প্রতিনিধি জহিরুল ইসলাম জিল্লু, কুমিল্লার কাগজ প্রতিনিধি আলমগীর হোসেন, কুমিল্লার কাগজ টিভি প্রতিনিধি কামরুল হক চৌধুরী, রুহুল আমিন, ছালাউদ্দিন প্রমূখ।
এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/এমসি