![লালপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/19/abnews-24.bb_121395.gif)
লালপুর (নাটোর), ১৯ জানুয়ারি, এবিনিউজ : নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বর্ষিক নির্বাচনে সভাপতি পদে লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান ও সাধারন সম্পাদক পদে দৈনিক সংবাদের মোয়াজ্জেম হোসেন নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তারা নির্বাচিত হন। এছাড়া নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের আরো চার সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও ফারহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ ইনতাজ আলী ও অর্থ সম্পাদক পদে ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন। বাকী কার্যনির্বাহী পরিষদের সদস্যদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করে নির্বাচন কমিশন।
লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষণ করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপি, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মুহা. আবু তাহির, সহকারী পুলিশ সুপার রাজশাহী আনিসুর রহমান, লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, নাটোর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি প্রফেসর এ কে এম নজরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা ঈশ^রদী উপজেলা শাখার সভাপতি তৌহিদ আক্তার পান্না, বাগাতিপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মজিদ, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তপু প্রমুখ। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন, আব্দুলপুর সরকারী কলেজের অধ্যাপক আতাউর রহমান।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/তোহা