শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পাঁচবিবিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

পাঁচবিবিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

পাঁচবিবি (জয়পুরহাট), ১৯ জানুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। থানা ও পৌর বিএনপির আয়োজনে আজ শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর মন্ডল।

বক্তব্য রাখেন- পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, আহবায়ক কমিটির সদস্য আবুল খায়ের স্বাপন, যুবদলের প্রতিষ্ঠাতা থানা সাধারণ সম্পাদক আবু সাঈদ আহম্মেদ, আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল আলম রাব্বু, আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সম্পাদক সাইদুল ইসলাম, থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু ও ছাত্রনেতা মারুফ হাসান রোমেল প্রমুখ।

আব্দুল গফুর মন্ডল তার স্বাগত বক্তব্যে বলেন, জিয়াউর রহমান ১৯৩৬ সালে ১৯ জানুয়ারী বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেণ। তিনি তার রাজনৈতিক জীবনে সবসময় দেশে গণতন্ত্রপ্রতিষ্ঠা ও মেহনতী মানুষের জন্য মৃত্যুর আগে পর্যন্ত লড়াই সংগ্রাম করে গেছেন।

অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের রুহের মাহফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এবিএন/সজল কুমার দাস/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত