বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাগুরায় ১০ কিলোমিটার মহাসড়কে চার লেনের কাজ এগিয়ে চলছে

মাগুরায় ১০ কিলোমিটার মহাসড়কে চার লেনের কাজ এগিয়ে চলছে

মাগুরায় ১০ কিলোমিটার মহাসড়কে চার লেনের কাজ এগিয়ে চলছে

মাগুরা, ১৯ জানুয়ারি, এবিনিউজ : মাগুরা সদর উপজেলার রামনগর থেকে আবালপুর পর্যন্ত ১০ কিলোমিটার মহাসড়কে চার ও তিন লেনের দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম শুরু উপলক্ষে রামনগর এলাকায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হেল বাকি, উপ-সহকারি প্রকৌশলী কাফি হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কাফি হোসেন জানান, গত ২১ মার্চ বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা সদর উপজেলার রামনগর থেকে আবালপুর পর্যন্ত ১০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে মোট ৯১ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে সড়কের চার কিলোমিটার এলাকা চার লেন ও বাকি অংশ ৩ লেনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের কাজ চলছে।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত