শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নরসিংদীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

নরসিংদীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

নরসিংদী, ১৯ জানুয়ারি, এবিনিউজ : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে নরসিংদী জেলা বিএনপি। আজ শুক্রবার বিকেলে শহরের চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপি’র মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে.কর্ণেল (অব.) জয়নাল আবেদীন,জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানউদ্দিন মোল্লা, রোকেয়া আহমেদ লাকী, মনজুর এলাহী, বি.জি.রশিদ নওশের, এ্যাড. বাসেদ, যুগ্ম সম্পাদক আকবর হোসেন।

আরও বক্তব্য রাখেন- শহর বিএনপি’র সভাপতি গোলাম কবির কামাল, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক শাজাহান মলি¬ক, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা মহিলা দলের সভাপতি এ্যাড.উম্মে সালমা মায়া, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হক জাবেদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান সরকার, শাহেন শাহ শানু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির আহমেদ, সাধারণ সম্পাদক ওসমান মোল¬া, জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভূঞা, সাধারণ সম্পাদক আ. রউফ ফকির রনি।

এ সময় জেলা বিএনপি’র ডা: নাসিরউদ্দিন সরকার, কামরুল, মাহাবুব, আলমগীর, সোহেল রানা, জেলা যুবদলের আহাদ খান, লিয়াকত, ছাত্রদলের জামিলুর রহমান চৌধুরী, ফয়সাল মুন্না, জাপ্পিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিএন/সুমন রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত