শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে

গাজীপুর, ২০ জানুয়ারি, এবিনিউজ : টঙ্গীর তুরাগ তীরে ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হোসেনের কালান্তর বয়ানের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়েছে। এর আগে ফজরের নামাজের পর এক মুসল্লির নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ইজতেমা ময়দানে।

বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া দেশি-বিদেশি মুসল্লিদের ইবাদত, বন্দেগি, জিকির, আসকার আর ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে শিল্প শহর টঙ্গী এখন যেন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। ইজতেমা ময়দান এবং এর আশপাশ এলাকায় কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম। চারদিকে শুধু টুপি আর পাঞ্জাবি পরা মানুষ আর মানুষ। দ্বিতীয় পর্বে ঢাকার একাংশসহ দেশের ১৩টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। প্রায় ১৬০ একর জমিতে তৈরি করা চটের ছাউনির নিচে দেশের মুসল্লিরা অবস্থান নিয়েছেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪ হাজার মুসল্লিও বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন।বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে

ইজতেমা আয়োজক মুরব্বি সূত্রে জানা গেছে, ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমায় তাবলিগ তাবলিগের মারকাজের শূরা সদস্য ও শীর্ষস্থানীয় আলেমরা ঈমান, আমল, আখলাক, কালেমা ও দ্বীনের পথে মেহনত সম্পর্কে কোরআন-হাদিসের আলোকে বয়ান করেন। প্রতিদিন ফজরের নামাজের পর থেকে এশা নামাজের আগ পর্যন্ত এ বয়ান অনুষ্ঠিত হয়। তাৎক্ষণিকভাবে ওই বয়ান দেশ-বিদেশের বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের জন্য স্ব স্ব ভাষায় অনুবাদ করা হয়। ইজতেমায় অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লিরা বয়ান শুনেন। বয়ানের আমল এবং দ্বীনের দাওয়াত বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য অনেক মুসল্লি জামাতবদ্ধ হয়ে বিশ্ব ইজতেমা শেষে ময়দান থেকেই বের হন।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দেওয়া এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম মহর আলী (৬০)। তার বাড়ি জামালপুরের ইসলামপুরে। এর আগে বিশ্ব ইজতেমর প্রথম পর্বে যোগ দেওয়া দুই বিদেশি নাগরিকসহ ৪ জনের মৃত্যু হয়েছিল।

আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। এ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তথা এবারের ৫৩তম বিশ্ব ইজতেমা।

গত ১২ জানুয়ারি একই ময়দানে শুরু হয়েছিল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বে ঢাকার একাংশসহ ১৪ জেলার মুল্লিরা অংশ নেন। ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছিল প্রথম পর্ব।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত