শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ভোলায় জাতীয়করণের দাবিতে সিএইচসিপিদের অবস্থান কর্মবিরতি

ভোলায় জাতীয়করণের দাবিতে সিএইচসিপিদের অবস্থান কর্মবিরতি

ভোলায় জাতীয়করণের দাবিতে সিএইচসিপিদের অবস্থান কর্মবিরতি

ভোলা, ২০ জানুয়ারি, এবিনিউজ : এবার চাকুরী জাতীয়করণের দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রেভাইডার (সিএইচসিপি)। আজ শনিবার সকালে সারাদেশের ন্যায় ভোলাতেও বাংলাদেশ বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রেভাইডার (সিএইচসিপি) ডাকা অবস্থান কর্মবিরতি পালন করছে ভোলার ৭টি উপজেলার দুই শতাধিক সিএইচসিপিরা। এতে করে কমিউনিটি ক্লিনিকের সেবা বিঘœ হচ্ছে।

এ সময় তারা বলেন, আমরা এক দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। আমাদের দাবি চাকুরী রাজস্ব করোন করা হোক।

এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ কেন্দ্রীয় দাবী আদায়ের বাস্তবায়ন কমিটির যুগ্ম-আহ্বায়ক মাকসুদুর রহমান জিলাদার, জেলা অর্থ বিষয়ক সম্পাদক মো: মোহাব্বত আলী, ভোলা সদর উপজেলার সভাপতি মো: মহিউদ্দিন, সহ-সভাপতি খাদিজা বেগম প্রমুখ।

এ সময় তাদের কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ২০-২২ জানুয়ারি পর্যন্ত সারা দেশের প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত অবস্থান কর্মবিরতি। আগামী ২৩ জানুয়ারি সিভিল সার্জেন কার্যলয়ে অবস্থান ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান।

এরমধ্যে দাবি মানা না হলে আগামী ২৭ জানুয়ারি থেকে ঢাকায় অবস্থান করার ঘোষণা দেন।

এবিএন/তপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত