
গোদাগাড়ী (রাজশাহী), ২০ জানুয়ারি, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১৯৪ বোতল চোলাই মদসহ এক যুবকে আটক করেছে অপস এন্ড ইন্টিলিজেন্স সেল-৪ এপিবিএন বগুড়া জোনের সদস্যরা। আটককৃত যুবক হলেন উপজেলার মোহনপুর ইউনিয়নের দিগরাম খইরা এলাকার আলী মোহাম্মাদের ছেলে দুলাল (৩৫)।
এপিবিএন এর এসআই আতাউর রহমান জানান, আজ শনিবার সকাল ৯ টার সময় উপজেলার কাশিমপুর এলাকায় অলকাতলা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালানোর সময় চাঁপাই নবাবগঞ্জগামী একটি ভুটভুটি যাওয়ার সময় দাড়াতে বললে দ্রুত গতিতে পালানোর চেষ্টা কালে বালিয়াঘাট্রা মোড় থেকে ভুটভুটি ও চোলাই মদসহ দুলালকে আটক করা হয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলতাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি ভুটভুটি থামাতে বললে দ্রুতগতিতে পালানোর সময় মটরসাইকেলের সাথে ধাক্কা লেগে আটকিয়ে গেলে ভুটভুটিসহ একজনকে আটক করা হয়। পরে ভুটভুটি তল্লাশী চালিয়ে ১৯৪ বোতল মোট ৭৭.৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি