![শিক্ষাঙ্গনে বর্তমান সরকার অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন করেছে: নারায়ন চন্দ্র চন্দ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/20/narayan_abnews_121540.jpg)
নড়াইল, ২০ জানুয়ারি, এবিনিউজ : শিক্ষাঙ্গনে বিগত জোট সরকারের চাইতে বর্তমান সরকার অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন করেছে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য মেয়েদের পাশাপাশি ছেলেদের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করেছে। শিক্ষার সামগ্রিক মান উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের এগিয়ে আসা উচিত।
গতকাল শুকবার সন্ধায় নড়াইলের লোহাগড়া সরকারী আদর্শ মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে মহাবিদ্যালয় চত্বরে দু’দিন ব্যাপী আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির আহবায়ক মুন্সী আফতাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ এসএম এনামুল কবির, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,সহ-সভাপতি সৈয়দ আইয়ুব আলী, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির সদস্য সচিব সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আঃ হান্নান রুনু, সাবেক অধ্যক্ষ শ.ম আনোয়ারুজ্জামান, মুক্তিযোদ্ধা ফকির মফিজুল হক, নড়াইল জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)কাজী মাহাবুবুর রহমান, প্রমূখ।
এর আগে একটি আনন্দ র্যালী কলেজ চত্বর থেকে শুরু হয়ে লোহাগড়া বাজার হয়ে কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয। র্যালি নতুন পুরাতন ছাত্র/ছাত্রী বিপুল উৎসাহ উদ্দিপনায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের এক পর্যায়ে পুরাতন ছাত্র/ছাত্রীদের সৃত্মিচারন মুলক আলোচনার সভায় অংশ নেন ৮৮’ ব্যাচের ছাত্র সৈয়দ খায়রুল আলম, গৌতম কুমার সাহা, ৯১’ব্যাচের শরিফুল ইসলাম, মনিরুজ্জামান তিতাস,৯৯’ব্যাচ এর শাহাবুল আলমসহ অন্যারা। অনুষ্ঠানের উপস্হাপক করেন মুকাভিনয় শিল্পি ও এসএটিভির প্রেজেন্টার মৌসুমী মৌ এবং ইপতি।
মন্ত্রী আরও বলেন, লোহাগড়া সরকারী আদর্শ মহাবিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য সহযোগিতা করা হবে মর্মে আশ্বাস দেন। মাষ্টার্স কোর্স চালুর ব্যাপারে তিনি নিজে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন বলে প্রতিশ্রুতি দেন। সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে দু’দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে আনন্দ র্যালী, রক্তদান কর্মসুচি, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/এমসি