![আক্কেলপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/20/kombol_abnews_121553.jpg)
আক্কেলপুর (জয়পুরহাট), ২০ জানুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের আক্কেলপুরে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আলোচনা সভা ও তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার সচেতন মুক্তিযোদ্ধাদের উদ্যেগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী ফরমুজুল হক পান্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নবীবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান কবিরাজ, মুক্তিযোদ্ধা তবির উদ্দিন, সাদেকুর রহমান, জাহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এবিএন/আতিউর রাব্বী তিয়াস/জসিম/এমসি