![কটিয়াদীতে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/20/strike_abnews_121557.jpg)
কটিয়াদী (কিশোরগঞ্জ), ২০ জানুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জের কটিয়াদীতে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদের চাকুরী জাতীয় করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান কর্মসূচী পালন করে।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি বদরুল হায়দার, সাধারণ সম্পাদক নাজমুল হক অপু, জেলা এসোসিয়েশনের সহ সভাপতি তৌহিদ উদ্দিন ভূঞা, সাদেকুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন, মাহাবুবুর আলম শাহ, সমিরুল ইসলাম, জসিম উদ্দিন, সালমা আক্তার, মো: রুবেল মিয়া।
বক্তারা বলেন, ২০১৩ সালে সিএইচসিপিদের চাকুরী স্থায়ীকরণের নীতিগত সিদ্ধান্ত নেয়া হলেও অদ্যাবধি বাস্তবায়ন হয়নি। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। আগামী তিন দিনের এ অবস্থান কর্মসূচীর মধ্যে দাবী আদায় না হলে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী পালন করা হবে এমনকি আমরণ অনশনে যেতেও দ্বিধাবোধ করবো না। যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন আমাদের কর্মবিরতিসহ সকল প্রকার কর্মসূচী অব্যাহত থাকবে।
উপজেলার ৩৫ জন সিএইচসিপি কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।
এবিএন/রাজীব সরকার পলাশ/জসিম/এমসি