লক্ষ্মীপুর, ২০ জানুয়ারি, এবিনিউজ : লক্ষ্মীপুরের রায়পুরে চলছে অবৈধ গাইড বইয়ের জমজমাট ব্যবসা। প্রশাসন দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার সর্বত্র সরকারের বিধি নিষেধ উপেক্ষা করে অবাধে বিক্রি হচ্ছে এই নিষিদ্ধ গাইড বই।
সরকার সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু করে শিক্ষা ক্ষেত্রে যে আগ্রহ সৃষ্টি হয়েছিল তা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। অসাধু পুস্তক প্রকাশের জন্য কমলমতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত হুমকির মুখে পড়েছে। অভিযোগ রয়েছে বিগত বছরগুলিতে সারাদেশে এই আইন চালু হওয়ার পর প্রকাশনী বিক্রয় কেন্দ্র’সহ বিভিন্ন স্থান থেকে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ গাইড বই উদ্ধার ও বিক্রয় করার দায়ে বিক্রয় কারীকে প্রকাশনী এবং পুস্কক ব্যবসায়াকী জরিমানা করেন। কিন্তু রায়পুরে কখনও এই ধরণের অভিযান অভিবাবকদের চোখে পড়েনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রায়পুর উপজেলার পৌর শহর’সহ সর্বত্র প্রকাশ্যে নিষিদ্ধ গাইড বই বিক্রি হলেও সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী এই কোন ব্যবস্থা নেইনি। রায়পুর উপজেলায় দুটি শিক্ষক সমিতি রয়েছে। এই সমিতির প্রতিনিধিরা এই নিষিদ্ধ গাইড বই বিক্রয়-এর সাথে সরাসরি সহযোগিতা আছে বলে অভিযোগ উঠেছে।
শিক্ষক প্রতিনিধিরা কো. প্রতিনিধির কাছ থেকে তাদের নোটবুক ও গাইড বই বিক্রি করে দেওয়ার নামে বছরে লাখ লাখ টাকা গ্রহণ করেন। প্রকাশনীর কাছ থেকে গাইড বই ও নোটবুক ক্রয় করতে স্ব-স্ব বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের নির্দেশ দেন।
এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার শিল্পীরাণী রায় সাংবাদিকদের বলেন, এ ধরনের অবৈধ গাইড বই বিক্রি করলে অতি শীগ্রই তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/এমসি