রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

বান্দরবানে পাথর খেকোর কাছে জিম্মি রুমাবাসী

বান্দরবানে পাথর খেকোর কাছে জিম্মি রুমাবাসী

রুমা (বান্দরবান), ২০ জানুয়ারি, এবিনিউজ : বান্দরবানে রুমায় হাজার বছরের জীবন্ত দু’টি খালের ঝিড়ি থেকে অবৈধভাবে অবাধে বোল্ডার পাথর উত্তোলন করেছে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উজ্জ্বল ধরের নেতৃত্বে সম্মিলিত দল রাজনৈতিক জোট।

রুমাবাসীদের স্বপ্নের পর্যটন উন্নয়নের রাস্তা গড়তে গিয়ে পাথরখেকো মূল নায়ক উজ্জ্বল ধর হাতিয়ে নিছে ২টি খালের ছোট-বড় হাজার হাজার জীবন্ত বোল্ডার পাথর ও জলধার। প্রকাশ্য দিবালোকে উপজেলা প্রশাসনের কর্তৃপক্ষের নাকের ডগায় পাথর উত্তোলনের নায়ক উজ্জ্বল ধর এমন দোর্দন্ড প্রতাপ। যা আগেই কখনো এমন ঘটনা ছিল না রুমা উপজেলাতে।

এদিকে অনুসন্ধানে জানা যায়, কোনো অনুমোদিত ছাড়া পাথর খাস কালেকশানের নাম ব্যবহার করে সরকার পর্যটন উন্নয়ন রাস্তা নির্মাণের নামের রুমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রুমা বাজার কমিটি সভাপতি উজ্জ্বল ধর দু’টি পদবী ব্যবহার করে চলছে অবৈধভাবে শীলা পাথর উত্তোলন, সরবরাহ করছে সরকারি উন্নয়ন কাজের।

সরেজমিনে দেখা যায়, রুমা উপজেলা সদরের ২নং সদর ইউনিয়নের চলমান শক্তিশালী সম্মিলিত দলভিত্তিক রাজনৈতিক মেরুকরণে মাধ্যমে ৩৫৬ নং পলি মৌজা ,৩৫৮ নং রুমা মৌজা ও ৩৫৩ নং কোলান্দি মৌজায় রুমা খালের এবং৩৭২ নং নাইতিং মৌজার চেমাক্ষ্যংখালে সোনাই ঝড়না সংযোগ ঝিড়ি থেকে মাসব্যাপী উত্তোলন হচ্ছে হাজার হাজার ঘনফুট জীবন্ত শীলা পাথর।

এতে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ছে ৪টি মৌজায় ২টি খালের ১৭টি গুচ্ছ গ্রামের প্রায় ৮০০টি পরিবারের মানুষের জীবন চরম অস্তিত্ব সংকটে কাঁদছে।ওই সব দু’টি খালে বা ঝিড়িতে উপজেলার প্রায় ১২টি স্থানে ১৫-১৮জনের দল গঠন করে প্রায় শতাধিক রোহিঙ্গা শ্রমিক পাথর উত্তোলন কাজের এখনো নিয়োজিত রয়েছে।

এ বিষয়ে পাথর ব্যবসায়ী আওয়ামী লীগের নেতা উজ্জ্বল ধর বলেন, আমার সাথে আরও জেএসএস ও বিএনপি কয়েকজন নেতারা পার্টনারশিপ হিসেবে রয়েছে। পাথর উত্তোলনের আগেই মৌজার হেডম্যানদের কয়েক লক্ষ টাকা জমা দিতে হচ্ছে। বিশেষ করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন (ওসি) বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও কিছু সাংবাদিকসহ সকলকেই ম্যানেজ করে পাথর উত্তোলন করতে হচ্ছ।

এদিকে মূল জায়গা মালিক মংখ্যাইচিং মারমা অভিযোগ করে বলেন, উজ্জ্বল ধর ছিল একজন স্বর্ণকার ব্যবসায়ী তার পর হয়েছে আওয়ামী লীগ নেতা আর এখন পাথরখেকো নায়ক নাম স্থান পেয়েছেন রুমাবাসী কাছে। উপজেলার রুমা সদর ইউনিয়নে ৩টি মৌজায় এবং রেমাত্রী প্রাংসা ইউনিয়নের ১টি মৌজায় জলবায়ু পরিবর্তন ও এলাকার পরিবেশের চরম বিপর্যয়ের মুহূর্তে দিনরাত সমান তালে বিশাল পাথর ভেঙ্গে টুকরো ও মেশিন দিয়ে কংক্রিট তৈরি করে ট্রাকযোগে পর্যটন উন্নয়ন কাজে নানা স্থানে পাচার করে দিলেও রহস্যজনক কারণে সিন্ডিকেটের এই আওয়ামী লীগ নেতা বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করে যাচ্ছে প্রশাসন। আর আমাকে না জানিয়ে শতাধিক রোহিঙ্গা শ্রমিক লাগিয়ে বড় বড় পাথর উত্তোলন শুরু করছে অনেক আগেথেকেই আমার জায়গার ভিতর। য়েকটি জায়গাতে অভিযোগ করার পরও কোনো সমধান হচ্ছে না।

৩৫৬নং পলি মৌজা হেডম্যান চিংসাঅং বলেন, রুমা খাল জীবন্ত ঝিড়ি থেকে স্থানীয় এক শ্রেণীর পাথর ব্যবসায়ী প্রতি বছর কোটি কোটি টাকার অবৈধভাবে পাথর উত্তোলন করে পাচার করছে। আর হাতিয়ে নিচ্ছে হাজার বছরের মূল্যবান পাথর বিক্রয় করে কোটি টাকা। এসব পাথর চোরা কারবারী থেকে লাখ লাখ টাকা রাজস্ব প্রাপ্তি হতে বঞ্চিত হয়ে পড়েছে সরকার।

বান্দরবানে পাথর খেকোর কাছে জিম্মি রুমাবাসীঅভিযোগ উঠছে উপজেলা চারটি মৌজার প্রধান ও স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে,মৌজা হেডম্যানরা হচ্ছে ৩৫৬ নং পলি মৌজা প্রধান চিংসাঅং মারমা,৩৫৩ নং কোলান্দি মৌজার প্রধান চিংশৈথুই মারমা, ৩৫৮ নং রুমা মৌজা প্রধান বাথোয়াই অং মারমা ও ৩৭২ নং নাইতিং মৌজা প্রধান বাশৈচিং মারমা উজ্জ্বল ধরকে কতিপয় ভূঁয়া উত্তরাধিকারী ভূমি মালিক সেজে কৌশলে লাখ লাখ ঘনফুট পাথর বিক্রি করে কোটি টাকার আত্মসাৎ করছে। আর এই সকল অবৈধ ব্যবসায়ীদের সহায়তা করার জন্য একটি আঞ্চলিক সংগঠনের জেএসএস নেতা কর্মীদেরকে মাস্তান বাহিনী গড়ে তুলা হয়েছে ওই নেতা উজ্জ্বল ধর নেতৃত্বে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো:শামসুল আলম সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাথর উত্তোলন বিষয়টি আগেই শুনেচ্ছি, ডিসি অফিস থেকে নির্বাহী ম্যাজিস্টেট ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে পাথর উত্তোলন কাজের নিয়োজিত ৯ জন শ্রমিককে আটক করা হয়েছিল। আর যারা পাথর উত্তোলনে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা গ্রহণ করে বন্ধ করা হবে।

রুমায় দু’টি খালের পাথর উত্তোলন বিষয়ে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, কয়েকটি গুরুত্বর অভিযোগ পেয়েছি, পাথর উত্তোলন বন্ধ করা জন্য তদন্ত চলছে শিগগিরই উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত